কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিএনপি ও পৌর শাখা এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম দেশের বাইরে চিকিৎসা নিয়ে ভেড়ামারাবাসীর মাঝে সুস্থ হয়ে ফিরে আসায় শুকরানা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোডাউন মোড়ে অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক শহিদুল ইসলাম বলেন- আমাদের নেত্রী ৩ বারের প্রধানমন্ত্রী অসুস্থ স্বৈরাচারী শেখ হাসিনা তাকে জেলে ভরে রেখেছিলেন। আল্লাহতালা বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছিলেন শেখ হাসিনার এই পরিণতি দেখার জন্য। আগামীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য তাকে বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। তিনি আরো বলেন আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হলে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ৩১ দেওয়ার সম্বন্ধে বোঝাতে হবে। মনে রাখতে হবে দিনের ভোট রাতে যেন না হয়। আর যেন বিদেশি প্রভুদের কাছে দ্বারস্ত না হতে হয়। এটাও মনে রাখতে হবে আগামী নির্বাচন যেন তামাশা নির্বাচন না হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, যুগ্ম আহবায়ক আব্দুর রব, যুগ্ম আহবায়ক ইসাহাক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ বকুল, বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জীবন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।