তরুণ প্রজন্মের চিন্তা, প্রত্যাশা ও পরিকল্পনার আলোকে আগামীর ভেড়ামারা কেমন হবে—এ বিষয়কে সামনে রেখে ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। “তরুণ্যের ভাবনা আগামীর ভেড়ামারা কেমন চাই” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা শিল্পকলা একাডেমী হল রুমে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুষ্টিয়া–২ (ভেড়ামারা–মিরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি বলেন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়েই ভেড়ামারার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। গণতান্ত্রিক চর্চা ও নৈতিক রাজনীতিতে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। বিশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জামিরুল ইসলাম জামির। তাঁরা বলেন, শিক্ষাবান্ধব পরিবেশ, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই আল হাদী (সাবেক সভাপতি, ভেড়ামারা কলেজ ছাত্রদল; সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, ভেড়ামারা উপজেলা ছাত্রদল; সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপি),মোঃ আরিফুর ইসলাম নিলয় গাজী (আহবায়ক সদস্য, কুষ্টিয়া জেলা ছাত্রদল),মোঃ শিবলু আহাম্মেদ (আহবায়ক সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রদল)।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেড়ামারা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ওয়াসিম আকরাম। সভাপতিত্ব করেন ভেড়ামারা পৌর ছাত্রদলের আহবায়ক অমিত রায়। আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল—ভেড়ামারা উপজেলা, পৌর শাখা ও সরকারি কলেজ শাখা।এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান আলী, যুগ্ম আহবায়ক মোঃ বাবু, সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক; ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন; ভেড়ামারা পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আজাদ; ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল ও সদস্য সচিব মোঃ সোহাগ; ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকাশ আলি ও যুগ্ম আহবায়ক মোঃ হাসান আলি; মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাব্বির এবং মিরপুর পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেন দিনারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্থানীয় শিল্প–বাণিজ্যে সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক সুযোগ–সুবিধা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শেষে ভেড়ামারার উন্নয়ন রোডম্যাপ প্রণয়নে তরুণদের মতামত সংগ্রহ ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।


