বাক প্রতিবন্ধী মায়ের শিশু জন্মের প্রয়োজনীয় ব্যয় প্রদান করলেন দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্প।
২৩ ফেব্রুয়ারি রবিবার বেলা ৩ টার কুষ্টিয়া মিরপুর উপজেলার ১ নং চিথলিয়া ইউনিয়নের ৭ নং নম্বর ওয়ার্ড পাহাড়পুর গ্রামের অসহায় দুস্থ' বাক প্রতিবন্ধী পরিবারের মাঝে শিশু জন্মের প্রয়োজনীয় ব্যয় প্রদান করলেন দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্প।
দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের মিরপুর উপজেলা ম্যানেজার মোঃ মিলন হোসেনের তত্ত্বাবধানে পাহাড়পুর গ্রামের বাক প্রতিবন্ধী মোসাম্মৎ সোনিয়া খাতুন ডিসেম্বর ২০২৪ দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পে ২৬০ টাকা জমা দিয়ে সদস্য হন এর বিনিময়ে উক্ত প্রকল্প তাকে সমমূল্যের পণ্য সরবরাহ করে ।
প্রকল্পের মিরপুর উপজেলা ম্যানেজার মোঃ মিলন হোসেন বলেন আমাদের দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের সদস্য সোনিয়া খাতুন অসহায় বাক প্রতিবন্ধী আমরা তার আবেদনের ভিত্তিতে তার শিশুর জন্মের অপারেশনের খরচ প্রদান করি, এছাড়া দরিদ্র অসহায় মানুষের কল্যাণে আমাদের প্রকল্প কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ আবু সাদাত বিন সাইদ সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক : মো: হাদিউজ্জামান
Email- hadiuzzaman.mirpur@gmail.com
Mobile no. 01721562985