কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। গতকাল বুধবার বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ রেল ষ্টেশনে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৪.৫০টায় নায়েব সুবেদার নিজাম শিকদারের নেতৃত্বে বিজিবি’র ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদক পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তি সূত্রে নিশ্চিত করেছেন ।