ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন জসীম, জেলা ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন,সহকারী সেক্রেটারী ডাক্তার রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, ওমর ফারুক,মিরপুর পৌর জামায়াতের আমীর চাঁদ মল্লিক,সেক্রেটারী খাইরুল ইসলাম সহ মিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন মিরপুর ভেড়ামারার ময়দানে আছি। আমি মিরপুর-ভেড়ামারার এমন কোন এলাকা নেই যেখানে যায় নাই। এবং প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। প্রতিটি ওয়ার্ডে আমি গেছি। সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি। ভাই, বোন, মা সবার সঙ্গে আমি কথা বলেছি। সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে আমি যেটা দেখেছি, মানুষের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে। এবং তারা বলেছে আমরা পরিবর্তন চাই। এবং তারা স্পষ্ট করে বলেছে, বিগত দিনে আমরা অনেক দল দেখেছি, একাধিকবার ক্ষমতায় এসেছে। এবার আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব। সেই হিসেবে এবং জনগণের যে উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি তাতে আমি মনে করি ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে আমি মনে করি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাল্লাহ।
