কুষ্টিয়ার মিরপুরে ধুবইল ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের আয়োজনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ধুবইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলের প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা মুফতী আমির হামজা।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর, লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া-২ মিরপুর -ভেড়ামারা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্জ আব্দুল গফুর।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের আমীর হাফেজ মাওলানা জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, হযরত মাওলানা খন্দকার রেজাউল করীম প্রমুখ। সভাপতিত্ব করেন ১৩ নং ধুবইল ইউনিয়ন শাখার আমীর হাফেজ মোঃ রাজিবুল ইসলাম, সার্বিক তত্বাবধায়নে ছিলেন ১৩ নং ধুবইল ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মজনু, অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ আমীর মোঃ আজগার আলী।