
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দোয়াপাড়া ইসলামী যুব সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২দিন ব্যাপী ৩য় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের ১ম দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে দোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান তাফসীরকারক হিসেবে ওয়াজ করেছেন ঢাকাস্ত প্রাইম গ্রুপ জামে মসজিদের খতীব হযরত মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত।বিশেষ তাফসীরকারক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া কলেজ মোড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মঈনুল হক আহসানী (ঝালকাঠি)।ডাঙ্গাপাড়া বাইতুল জান্নাত শাহী কমপ্লেক্স জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা ইব্রাহীম বিন আনোয়ার।প্রধান অতিথি জামায়াত মনোনীত কুষ্টিয়া ০২ আসনে এমপি প্রার্থী আব্দুল গফুরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াদহ ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইলচারা কলেজের প্রভাষক ও গ্রামীণ অটো ফ্লাওয়ার মিলের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইমরান খান,ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার মাওলানা মোঃ মখলেসুর রহমান।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জামসের আলী শেখ।এসময় আরো উপস্থিত ছিলেন দোয়াপাড়া ইসলামী যুব সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ইমরান আলী সুমন,সভাপতি মো: হাসান,সেক্রেটারি রানা আহমেদ,কোষাধ্যক্ষ লিংকন আহমেদসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।