কুষ্টিয়ার মেধাবী শিক্ষার্থী তাজিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামের কৃতিসন্তান। তাজিনুর রহমানের এই সফলতার জন্য কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক, সাবেক জেলা আমীর অধ্যক্ষ একেএম আলী মহসীন, কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, পৌর আমীর এনামুল হক, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।