জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দের উপর রাসেল পারভেজ,বিপুল,আলমাস,আয়াস,সুজলসহ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) বিকেলে মিরপুর থানার সামনে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি সদস্য শামসুল আরেফিন ষ্টালিন,আরিফুল ইসলাম সবুজ,আবু সাঈদ,সুলতান মারুফ তালহা,শাহিন পারভেজ ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমূখ।এসময় বক্তারা বলেন – কুষ্টিয়াতে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দের উপর যে অতর্কিত হামলা হয়েছে,সেই হামলায় জড়িত সেই সমস্ত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।এমনকি হামলায় যারা উস্কানী দিয়েছে,তাদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।বর্তমান কমিটিকে যারা বিতর্কিত করতে চাচ্ছে তারাই এ ঘটনা ঘটিয়েছে।উল্লেখ্য গত রবিবার রাত আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আধিপত্য বিস্তার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নাগরিক কমিটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দশজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দশ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা, আলভি, ইব্রাহিম, জুবায়ের, নয়ন, আলী আহসান মুজাহিদ, সোহান ও রেজোয়ান। এর মধ্যে ইব্রাহীমের অবস্থা গুরুতর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।