মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও কাজিপুর গ্রামের মাঝামাঝি মাঠের পেঁপে ক্ষেত থেকে তপন (২৭) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তপন হাড়াভাঙ্গা হিন্দু পাড়ার আব্দুল মজিদের ছেলে।
নিহতের স্ত্রী আশিকা ইয়াসমিন রুপা জানান, শনিবার দিবাগত রাত এগারোটার দিকে রাতের খাবার খেয়ে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে মামা শশুর খলিলুর রহমানের কাছ থেকে জানতে পারি তপনের মত একজন লোক মাঠে মরে পড়ে আছে। ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর নিথর দেহ পড়ে রয়েছে।
এ ঘটনার সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশসহ মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মেহেদী হাসান পরিদর্শন করেছেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর ও হাড়াভাঙ্গা গ্রামের মাঠের মধ্যে একটি পেঁপে ক্ষেত থেকে তপন নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তার শরীরের বুকের বাম পাশে দুটি ক্ষত চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
-গাংনী সময় টিভি

