ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গবাদি প্রাণীর নিরাপদ ও অধিকতর পুষ্টিসমৃদ্ধ খাদ্য AK সাইলেজ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

mirpurnews24
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

বেশি লাভ,বেশি পুষ্টি প্রতিপাদ্য নিয়ে গবাদি প্রাণীর নিরাপদ ও অধিকতর পুষ্টিসমৃদ্ধ খাদ্য AK সাইলেজ বিষয়ে এক মতবিনিময় সভা আজ বিকেলে মিরপুর পালপাড়ার একে হেরিটেজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে হেরিটেজ এন্ড কর্পোরেশনের হেড অব অপারেশন কৃষিবিদ আব্দুল মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে হেরিটেজ এন্ড কর্পোরেশনের কুষ্টিয়া জেলা ডিষ্ট্রিবিউটর আজাদুর রহমান আজাদ বিশ্বাস।এ সময় মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার খামারী ও ডিলারগণ উপস্থিত ছিলেন।

AK সাইলেজ কি?
ভুট্টার সতেজ গাছ (মিডিয়ায় ৩০% DM সমৃদ্ধ ) আধুনিক চপার মেশিন (শক্তিমান) এর মাধ্যমে ২-৩ সে.মি ছোট আকারে কেটে কেটে পিটের মাঝে স্তরে স্তরে ট্রাক্টর দ্বারা কম্পেক্ট করে (৪২ দিন পর ) সঠিকভাবে ফার্মেন্টেশন করে তৈরী করা হয়। ইহা গবাদি প্রাণীর নিরাপদ ও অধিকতর পুষ্টিসমৃদ্ধ খাদ্য।

AK সাইলেজ তৈরির ধাপ সমূহ:
* সতেজ ও ৩০% DM সমৃদ্ধ ৭০% পরিপক্ক ভুট্টা গাছ সংগ্রহ করা।
* ২৩ সে.মি ছোট আকারে চপিং করা।
* কমপেকটিং এবং বায়োরোহী করা।
* ৪২ দিন পর গত মান পরীক্ষা করা।

AK সাইলেজ এর বৈশিষ্ট:
* মিষ্টি গন্ধ ও হালকা হলদেটে রং।
* ৩০% ভুট্টার দানা সমৃদ্ধ এবং হাত দ্বারা চাপ দিলে পাউডার হবে।
* PH ৩.৬ থেকে ৪.৯।
* সঠিক সাইজে চপিং (২-৩ সে.মি ছোট আকারে)।
* ৮-১০ % আমিষ সমৃদ্ধ।
* TDN ৬-৭২%।

কেন AK সাইলেজ খাওয়াবেন:

১. গো-খাদ্যের খরচ: এই সাইলেজ গো খাদ্য হিসেবে ব্যবহার করলে ৩০% দানাদার খাবার খরচ কমে যাবে, যা খামারের অধিকতর লাভ নিশ্চিত করবে।

২. দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি: এই সাইলেজ একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরী হওয়ায় এর গুণগতমান সঠিক থাকে যা মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধি করে।

৩. প্ৰজনন ক্ষমতা বৃদ্ধি: এটি প্রোটিন ও এনার্জি সমৃদ্ধ খাবার তাই গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় ।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: নিয়মিত সাইলেজ খাওয়ালে গরুর স্বাস্থ্য
ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গরুর প্রজনন স্বাস্থ্য
ভালো থাকে এবং গর্ভ ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ।

খাওয়ানোর নিয়ম (দিনে ২-৩ বার):
দেশি গাভী/বুল: দৈনিক ৫-১০ কেজি ।
ক্রস গাভী/বুল: দৈনিক ১০-২০ কেজি।

* প্রয়োজনে একজন প্রাণী পুষ্টিবিদ অথবা রেজিস্টার ভেটেরিনারিয়ান এর পরামর্শ নিন।

প্রয়োজনে যোগাযোগ করুন
কৃষিবিদ আব্দুল মান্নান
হেড অব অপারেশন
এ.কে. হেরিটেজ এন্ড কর্পোরেশন
AK Heritage & Co.
এ.কে. হেরিটেজ এন্ড কর্পোরেশন
পাগলাপীর, রংপুর।
মোবাইল: ০১৭৫৫৫৭৪১৩৮, ০১৩১৪৯৯৮৮৬৯, ০১৯২৩৪৬৮৬৭৮

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।