ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কুষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন তাদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাতিল হওয়া বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়ন পত্রের সাথে হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কুষ্টিয়া-১(দৌলতপুর), কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া কুষ্টিয়া-৩ আসনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দলের-জেএসডি গিয়াস উদ্দিন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী,উপজেলা বিএনপির সভাপতি নুরুল আনসার ও বাংলাদেশ সুপ্রীম পার্টির(বি.এস.পি) খাইরুল ইসলাম। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান,কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

