প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ে কুষ্টিয়ায় দিনব্যাপী গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেতুর সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেতু এনজিও, কানাডা এইড ও বিএনএনআরসি যৌথভাবে কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সেতুর নির্বাহী পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফেরদৌস নাজনীন, সদর উপজেলা সমবায় অফিসার সাঈদ হাসানসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গণমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা করা হয়।”

