বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের আয়োজনে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুর্শা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর,সাবেক মিরপুর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া ০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা শাখার আমীর খন্দকার রেজাউল করিমের ও সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন।কুর্শা ইউনিয়ন জামায়াতের আমীর জয়নাল আবেদিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত মিরপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম, মিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা উমর ফারুক,মাওলানা গোলাম মোস্তফা,মাহফুজুর রহমান,মিরপুর পৌর জামায়াতের আমীর চাঁদ মল্লিক, সেক্রেটারী খায়রুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন জামাতের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার তাওহীদি জনতা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে প্রমান করেছেন যে ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোন ত্যাগ এবং পরীক্ষা দিতে প্রস্তুত। কুর্শা হাই স্কুল মাঠের চিত্র দেখলেই বোঝা যায়,অজস্র বৃষ্টিকে উপেক্ষা করে একটি নজির বিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে মিরপুরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আগামীর বিজয় ইসলামের পক্ষেই হবে ইনশাআল্লাহ। এই সমাবেশ প্রমাণ করেছে আল্লাহর পথে দাওয়াত ও ন্যায়ের সংগ্রামে জনগণ সবসময় প্রস্তুত। ন্যায় ইনসাফ সততার ভিত্তিতে মিরপুর-ভেড়ামারা বিনির্মানে আমরা থামবো না ইনশাআল্লাহ।