কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর বলেছেন, ব্যবসায়ী ভাইদের প্রতি আহবান জানাই,ব্যবসায় বরকত দেয়ার মালিক আল্লাহ,আপনাদের দোকানে যেসব ইসরাইলী পণ্য আছে,সকল পণ্য আজকে থেকে বর্জন করুন।জাতিসংঘ মহাসচিবসহ সকল মানবাধিকার সংস্থার কাছে আমরা আরো দাবী রাখতে চাই,আমাদের ফিলিস্তিনি ভাই বোন নারী শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে,অবিলম্বে গাজা ও ফিলিস্তিনীদের উপর সকল প্রকার হত্যা ও বোমা হামলা বন্ধ করুন,করতে হবে।কুষ্টিয়ার মিরপুরে গাজা ও ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্ব বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সোমবার (৭ এপ্রিল) বিকেলে মিরপুর বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরাতন বাসষ্ট্যান্ড ঈগল চত্বরে গিয়ে শেষ হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার আয়োজনে এ মিছিলে ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সহ কয়েক হাজার সাধারন জনতা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর,জেলা জামাতের ইউনিট সদস্য জোমারত আলী,উপজেলা আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম,নায়েবে আমীর শাহ আক্তার মামুন,সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আহমেদ প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা,ওমর ফারুক,এড.মাহফুজুর রহমান,মিরপুর পৌর জামাতের আমীর চাঁদ মল্লিক,সেক্রেটারী খাইরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন জামাতের নেতা-কর্মীসহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীবৃন্দ।