কুষ্টিয়ার মিরপুরে ইউনিভার্সিটি ক্লাব মিরপুরের আয়োজনে ইফতার মাহফিল, মেধাবী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বমোট ১০০জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়।এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৫ জন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৫ জন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১০জন,মেডিকেল কলেজ শিক্ষার্থী ১০জন,প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১০জন,অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১০জন,সাংবাদিক ৬জন,অধ্যক্ষ ও প্রধান শিক্ষক ৬জন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ১০জন,মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধি ৮ জন উল্লেখযোগ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নাজমুল হুদা,ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনিসুল কবীর কিরন,সাগরখালি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম,হালসা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জোমারত আলী,মিরপুর মাহমুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ আক্তার মামুন,ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিশেষজ্ঞ ডা: জোবায়ের আহমেদ।ইফতার মাহফিল,মেধাবী ও গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম সবুজের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিলাফত আলী,আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম পারভেজ,কুরিপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, মিরপুর নিম্ন-মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সমন্বয়ক আবু সাঈদ প্রমুখ।