
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ৭ নং সদরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (০৬ ডিসেম্বর) বাদ আসর কাতলামারী বাজারে সদরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে আমলা ইউনিয়নের খয়েরপুর ফার্মরোড বাজারেও একই উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উভয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর উপজেলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মুকুল, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, মিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম আহ্বায়ক সাইফুল সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল ইসলাম, মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ, মিরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, মিরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট খাইরুল ইসলাম খাইরুল। উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আছের আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুজ্জামান কাকন, উপজেলা কৃষক দলের অ্যাডভোকেট খায়রুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাব্বির আহম্মেদ প্রমুখ।কাতলামারী বাজারে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক এমদাদ, দোয়া মাহফিল পরিচালনা করেন সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা।ফার্মরোড বাজারে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলী মেম্বার,ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আসাদুজ্জামান সুমন,সহ-সভাপতি মারফত আলী,মজিবর রহমান,এনামুল হক,আলী হিম,যুগ্ম-সাধারন সম্পাদক হাসান আলী,ইউনিয়ন যুবদল আহবায়ক রেজাউল করিম,সদস্য সচিব ইমারুল আলী,সাবেক ছাত্রনেতা নাসির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশের সর্বস্তরের জনগণ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছে। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের ফলেই জনগণ তাঁর ভোটাধিকার ফিরে পেয়েছেন। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে যথাসময়ে নির্বাচন দিতে হবে। এসময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী যিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কোন সরকারের সঙ্গে আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটাধিকার আদায়ে সব সময় ছিলেন আপোষহীন। আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণ ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
