ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিডব্লিউবি কর্মসূচীর তালিকা প্রস্তুতে স্বজনপ্রীতি ও অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

mirpurnews24
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন মুকুল সাইফুলের বিরুদ্ধে ভাইকে নিজ স্ত্রীর স্বামী বানিয়ে এবং ওই পরিষদের মেম্বররা তাদের স্ত্রী ও স্বজনদের নাম দুঃস্থ নারীদের তালিকায় উঠিয়ে সরকারের বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি চাল উত্তোলন এবং তালিকাভুক্তিকরণে জন্য অসহায় মহিলাদের কাছ থেকে টাকা আদায়ের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। ভুয়া ও স্বজনপ্রীতির মাধ্যমে অর্ন্তভূক্ত ১১ জনের মধ্যে ৯ জনকে সনাক্ত করতে পেরেছে তদন্ত কমিটি। তালিকাভুক্তিকরণে লক্ষ্যে অসহায় মহিলাদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টিও পরিস্কার হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন তৈরী করে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তদন্ত কমিটির প্রতিবেদন দু’এক দিনের মধ্যে পাঠানো হচ্ছে জেলা প্রশাসকের কাছে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম। এখন শুধু দেখার বিষয় ঘটনার সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসন তালিকা প্রস্তুতে স্বজনপ্রীতি ও উৎকোচ গ্রহনকারী দোষী চেয়ারম্যান, মেম্বর ও সংশ্লিস্টদের  বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করেন। গত ৩১ আগস্ট দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে জেলা ও উপজেলা প্রশাসন। বিষয়টি তদন্তের জন্য মিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকতা। তদন্ত কমিটি অধিকতর যাচাই-বাছাইয়ে তালিকাভুক্তিতে স্বজনপ্রীতি ও অর্থ আদায়ের সত্যতা পাওয়ায় প্রতিবেদন প্রস্তুত করে ইউএনও’র কাছে প্রেরণ করেছেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম বলেন- আমবাড়ীয়া ইউনিয়নে দুঃস্থ নারীদের মাঝে সরকারের বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ তালিকা তৈরীতে অনিয়ম হয়েছে স্বীকার করেন। তিনি বলেন- উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি সত্যতা পেয়েছে। আমরা ১১ জনের এ ধরনের নামের তালিকা পেয়েছিলাম। এর মধ্যে ৯ জনের নাম প্রকৃতই স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে অর্ন্তভূক্তি করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ওই ৯ জনকে তালিকা হতে বাদ দিয়ে প্রকৃত দুঃস্থ ৯ মহিলাকে তালিকাভূক্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে জানতে চাইলে তিনি ইউএনও বলেন-উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দু’একদিনের মধ্যে প্রেরণ করা হবে। তিনি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন করা হবে।  উল্লেখ্য, দরিদ্র জনেগোষ্ঠীর মধ্যে নারীরা অন্যদের তুলনায় বেশি এবং বহুমুখী প্রতিকূলতার শিকার হওয়ায় দুঃস্থ নারীর দারিদ্র্য বিমোচনে বিভিন্ন প্রকার সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ সরকার। যার মধ্যে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি অন্যতম। এ কর্মসুচীর আওতায় নারীরা প্রধানত প্রতি মাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাল এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণসহ আরও কিছু আর্থ-সামাজিক সহায়তা পান। সরকারের এই মহৎ প্রকল্পে প্রকৃত দুঃস্থদের বাদ রেখে তালিকায় ঠাঁই মিলেছে স্বয়ং আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্ত্রীসহ বিত্তশালী ১১ জন নারীর নাম। আর এ ঘটনায় হৈ চৈ পড়ে ওই ইউনিয়নসহ গোটা জেলায়। জানা যায়, এ ইউনিয়নে ৯৭ জনের জন্য বরাদ্দ অনুয়ায়ী সরকার ২০২৫-২০২৬ অর্থ বছরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি আওতায় উপকারভোগী মহিলা নির্বাচনে তালিকা প্রস্তুতে অনলাইনে আবেদন আহবান করেন। আমবাড়ীয়া ইউনিয়নে ১৮৭ জন দুঃস্থ মহিলা আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৯৭ জনকে চুড়ান্ত করেন যাচাই বাছাই কমিটি। চলতি বছরের ৩০ জুন ইউনিয়ন ভিডব্লিউবি মহিলা বাছাই কমিটির সভাপতি হিসেবে ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল সাইফুল, সদস্য সচিব হিসেবে ইউনিয়নের সচিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সর্বশেষ উপজেলা নির্বাহী কমকর্তা স্বাক্ষর করে ৯৭ জনের চুড়ান্ত তালিকা প্রণয়ণ করেন। তালিকা প্রকাশের পরই বাধে নানা বিপত্তি। আবেদন করেও যে সব প্রকৃত দুঃস্থ মহিলার তালিকায় নাম নেয় তারাসহ এলাকার সচেতন নাগরিকরা জানান-কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১২নং আমবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভিডব্লিউবি কর্মসূচীর জন্য উপকারভোগী মহিলাদের তালিকা চুড়ান্তকরণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন মুকুল সাইফুল ও পরিষদের অনেক সদস্যের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে। চেয়ারম্যান ও সদস্যরা ভিডব্লিউবি তালিকায় নাম উত্তোলনের জন্য ৮৭ জন নারীর কাছ থেকে ৫ হতে ১০ হাজার টাকা উৎকোচ আদায় করেছে সংক্রান্ত একটি অভিযোগ মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রদান করেন। ওই অভিযোগে জানা যায়, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল সাইফুল ও বেশ কয়েকজন আ’লীগপন্থী মেম্বরের স্ত্রীর নাম অন্তর্ভূক্তি করা হয়েছে। এ কারণে বঞ্চিত হয়েছে প্রকৃত দুঃস্থ নারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।