“গফুর সাহেবের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন” শ্লোগানে মুখরিত হয়ে —কুষ্টিয়া-২ নির্বাচনী মাঠে সরব হয়ে ছুটে চলেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল গফুর।কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী তিনি মিরপুরের আমবাড়ীয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, মোড়ে মোড়ে, এমনকি গ্রাম-গঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে করেন সরাসরি গণসংযোগ ও মতবিনিময়।দিনের শেষভাগে হালসা বাজারের ব্যবসায়ী সহ পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন আব্দুল গফুর।গণ সংযোগকালে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল গফুর বলেন- “আমরা মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবো।”গণসংযোগ চলাকালে মিরপুর পৌর জামায়াতের আমির ওমর ফারুক, আমবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুর রব মিঞা (আরিফ,) সাধারণ সম্পাদক আশরাফুল আলম সহ স্থানীয় ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷আসন্ন নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-২ আসনে ইতোমধ্যেই জমে উঠেছে ভোটের লড়াই। মাঠ পর্যায়ে দলীয় প্রার্থীদের গণসংযোগে বাড়ছে ভোটারদের আগ্রহ।